শিক্ষাই একমাত্র মাধ্যম যা মানুষকে অগ্রগতির দিকে ধাবিত করে । মানুষের মাঝে নিহিত সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ ঘটায় । সুশিক্ষিত মানুষ হিসেবে বিকশিত করার জন্য প্রয়োজন মানসম্পন শিক্ষাপ্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের দেবে আলোর দিশা । আলোকিত মানুষ সৃষ্টির জন্য যারা এ গ্রামে এরুপ একটি শিক্ষায়তন প্রতিষ্ঠা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ । “সত্য ও সুন্দরে সদা অবিচল” আমাদের শ্লোগান । আলোকিত মানুষ গড়ার প্রচেষ্টাই আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস । Quality Education For New Generation নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করা, মেধা ও মননে বিকশিত করে সেরাদের করাই আমাদের প্রতিজ্ঞা ।
শিক্ষণ-শিখন পরিবেশ নিশ্চিত করেন ও সহ শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের সম্মুখে বিরাট মাঠ তইরি,বিদ্যালয়ের পেছনে পুকুর সংস্কার,শিক্ষক মন্ডলীর বাসভবন নির্মান ও একাডেমিক ভবনের সম্প্রসারণ আমাদের দৃঢ় পরিকল্পনা । পরিশেষে যাদের শ্রমে,অর্থে ও পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টি এ পর্যন্ত এগিয়ে এসেছে এবং তাদের মধ্যে যারা দুনিয়ায় বেচে নেই সকলের জন্য পরম করুনাময়ের কাছে সর্বাঙ্গীন শান্তির প্রার্থনা করছি ।
সাধারন অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই হল শিক্ষা । ব্যাপক অর্থে পদ্ধতিগত জ্ঞান লাভের প্রক্রিয়াকে শিক্ষা বলে । শিক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন । স্কুল, শিক্ষক এবং শিক্ষার্থীর ঐক্যবদ্ধ কাজের মূল লক্ষ্য হল শিখন ।
শিখনের মধ্যে দিয়ে শিক্ষার্থীর মানবিক উৎকর্ষ ও অন্তর্নিহিত গুনাবলী বিকশিত হয় । শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থী কেবল পাঠ্য পুস্তকের নির্দিষ্ট পাঠ্যই গ্রহণ করে না, পাঠশেষে নির্দিষ্ট জ্ঞান,দক্ষতা,ও দৃষ্টিভঙ্গিও অর্জন করে । আমাদের বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এ লক্ষ্যকে সামনে রেখেই পরিচালিত ।
শিক্ষার্থীর সুশিক্ষা লাভের ক্ষেত্রে শিক্ষক – অভিভাবক সম্পর্কটি অতীব গুরুত্বপূর্ন । শ্রেনীর পঠন পাঠনের তদারকি, নিয়মিত স্কুলে উপস্থিতি,স্কুলের নিয়মকানুন মেনে চলা ইত্যাদি ক্ষেত্রে অভিভাবক কার্যকর ভূমিকা পালন করে থাকেন । আমাদের মনে রাখতে হবে , শিক্ষার্থী শুধু স্কুলেই শিক্ষা লাভ করে না, গৃহে, পরিবেশে, সামাজিক পরিবেশেও সে শেখে,জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে ।
আমরা মুক্ত বুদ্ধিসম্পন্ন,যুক্তিবাদী,মানবতাবোধ সম্পন্ন আলোকিত মানুষ গড়তে চাই । ছাত্র-ছাত্রীরা দেশ ও জাতির ভবিষ্যৎ । সুশিক্ষা লাভের মধ্য দিয়ে ভবিষ্যৎ যোগ্য নাগরিক হিসেবে তারা নিজেদের গড়ে তুলবে এটাই কামনা ।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের প্রান কেন্দ্রে সবুজ গাছপালা বেষ্টিত মনোরম পরিবেশে প্রায় তিন একর জমির উপর এক গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হিসাবে স্কুলটি দাঁড়িয়ে আছে। বিশিষ্ঠ সমাজহিতৈষী মৌলভী আব্দুস সোবহান সরকারের ঐকান্তিক প্রচেষ্ঠায় ১৯৪৯খ্রিঃবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।